আমাদের কথা খুঁজে নিন

   

দন্ত্যস রওশনের অণু কাব্য-৩

সকল প্রশংসা মডারেটরদের

১ আমি যাকে ভালোবাসি মনে মনে ডাকি ময়না সে বাসে যে আরেকজনকে কিছুতেই কাজ হয় না ২ সে ছিলো আমার হ্ব্রদয়ের পরিচিতা বিয়ে হয়ে গেছে বুকে জ্বলে তাই চিতা। ৩ সকালে যায় রোকেয়ায় বিকেলে যায় নাহারে ছেলেটা বোঝে না হায় ভালোবাসে কাহারে ৪ বাম হাতে মোবাইল ডান হাতে ঘড়ি তাহলে তো মেয়েটা বেশ সুন্দরী! ৫ ছেলেটা বাদাম ছিলিতো মেয়েটা বাদাম গিলিতো বাদাম হইলো শেষ মেয়েটা নিরুদ্দেশ। ৬ কিপটে মেয়ে ফোন করে না থাকে ফোনের আশায় এমন মেয়ে অনেক আছে ঢাকার বাসায় বাসায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।