আমাদের কথা খুঁজে নিন

   

দেশকে ভালোবাসতে মনই যথেষ্ট...............!



ছেলেটির নাম জানা নেই । একদিন পাবনা জেলার রুপপুর নামক জায়গায় একটি সড়ক দুঘটনা হয় । ছেলেটি তখন সেই বাসের যাী । ছেলেটির কানে ছিল হেডফোন । দেখতেও অনেক সুন্দর ছিল ।

সে খুব মনোযোগ সহকারে চোখ বন্ধ করে গান শুনছিল । হটাৎ একটা ট্রাক এসে গাড়িটাকে আঘাত করলো । ছেলেটি সহ অনেকেই মারা গেল । পরে যখন লাস সরানো হচ্চিল তখন একজন খেয়াল করেন ছেলেটি " ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" এই গানটি শুনছিল । ওই লোকের মুখে যখন আমি ঘটনাটি শুনলাম তখন আর চোখের পানি ধরে রাখতে পারলাম না ।

। আমরা সবাই মুখে বলি "বদলে দাও বদলে যাও" কিন্তূ ভেতরে ঠিকই খারাপ কাজ করে বেড়াই । আসলে ভালো কিছু করতে হলে মন বলে কিছু থাকতে হয় । B M Shorif Dept. of Computer Science & Engineering University of Rajshahi E-mail:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।