আমাদের কথা খুঁজে নিন

   

লাগবা বাজি? ৭১-এ হত্যা ও নির্যাতনের অভিযোগে খুলনায় ছাত্রলীগ নেতার বাবাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা



মাহবুব আলম সোহাগ, খুলনা থেকে: ৭১-এ মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট ও নির্যাতনের অভিযোগে খুলনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৭১-এর পাক সেনাদের দোসর হিসেবে পরিচিত ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ধর্ষিতার পরিবার টাকিমারী গ্রামের হরিপদ গোলদার। মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ২৭ এপ্রিল বেলা ১১টায় রাজাকার কমান্ডার আশরাফ আলী শেখ, আবু সরদার, শওকত শেখ, হাবিব শেখ, মোজাহার শেখ, শাহাবুদ্দিন শেখ, সুফিয়ান শেখ, আফছার বিশ্বাস, আবু বিশ্বাস, শাহাদাৎ বিশ্বাস, গাজী রশিদ ও নওশের শেখসহ ৪০/৫০ জন রাজাকার বাড়িতে ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার, ধান, বসতবাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। উল্লেখ্য, রাজাকার আবু সরদার বটিয়াঘাটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানার পিতা হওয়ায় এতদিনে মামলা করার সাহস পাচ্ছিল না ভুক্তভোগীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।