আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেল ওয়ান গেল, মিঠু গেলেন, এরপর কে যাবেন? (রিপোস্ট)

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

বন্ধ করে দেয়া হয়েছে চ্যানেল ওয়ান। অন্যদিকে আজ একি খবর পেলাম?? প্রিয় সহকর্মীর মৃত্যু। অনিশ্চয়তার মিডিয়া যাত্রা আর কতদিন এদেশে। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জেষ্ঠ্য ক্যামেরাম্যানের শফিকুল ইসলাম মিঠুর লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। আজ সকালে থানার রুস্তমপুর বেড়িবাঁধের কাছে রাস্তার পাশে লোকজন তার লাশ পরে থাকতে দেখে।

মিঠুর গলায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। মিডিয়ার শ্বাসরোধ করা শুরু হয়েছে। মিঠুকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১১টা ১২টার দিকে অফিস থেকে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর তিনি নিখোঁজ হন।

মিঠু রাজধানীর দক্ষিণ খান এলাকার কাওলায় থাকতেন। তার বয়স বেশী ছিলো না, মাত্র ৩৩। এটা চলে যাওয়ার বয়স নয়। তার একটি ছোট্ট কন্যা রয়েছে। তার কাছে আমরা কি জবাব দেবো।

আজ মা দিবসে, তার মাকে এত বড় কষ্টটা কি না দিলে হতো না? মিঠু কি মরে বেচেঁ গেলেন। যেভাবে মিডিয়ার রুটি রুজি কেড়ে নেয়া শুরু হয়েছে। তাতে হয়তো মিঠুদের একদিন না খেয়ে মরে যেতে হতো ( যেমন এখন বেঁচে আছে চ্যানেল ওয়ানের তার অনেক সহকর্মী, বন্ধু)। বেচে গেলে বন্ধু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.