আমি উঠে এসেছি সৎকারবিহীন
কোণঠাসা উন্মাদ
এবং উপহার হিসেবে ফুল ও বাঁশ
হে আমার চারপাশের মানুষেরা,
তোমরা আমার প্রতি তোমাদের true feelings ব্যক্ত করতে পারো।
ভয় পেয়োনা, পছন্দ না হলে কামড়ে দেব না।
আমি তো সবচে' সহজ পাগল, সাঁকো নাড়াই কেবল।
কেউ যদি বলতে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করাটা বেশ আকর্ষণীয়, তবে করতাম সেটাই।
সে টিকিট আরেক পাগলে কেটে রেখেছে সেই কবে!
তবুও......দেখবে আমার লাল বাতি-হলুদ বাতি-কিংবা-সবুজ বাতি?
এসো, দেখো...
আহা ভয় পেয়োনা! কামড়ে দেব না।
হে আমার বন্ধুগণ,
তোমরা আমাকে আগে কেন বলোনি?
"এই ব্যাঙাচি, তুইতো লেজ খসিয়ে এখন ধেড়ে ব্যাঙ! লাফটাফ দিতে থাক..."
আমিও লম্ফঝম্প করতাম।
এখন, আমি শীতল সরীসৃপ হয়ে যাচ্ছি দ্যাখো;
বুকে ভর দিয়ে এগোই।
হে আমার পরিচিতরা,
তোমরা যখন তরতরিয়ে উঠে গেলে অনেক উপরে;
সুস্বাদু আলোকরশ্মির দিকে;
লোভনীয় নীলের চমকে করেছিলে মাটির স্পর্শ ত্যাগ;
অন্তত একবার ডেকে দেখতে আমাকে নাহয়!!
সমস্ত সময়, আমি অন্ধকারের গর্ত বেয়ে একহাত উঠেছি এবং
তিনহাত পিছলে গেছি।
নাহ্! রাগ করিনি তবুও।
So my fellow children of Adam & Eve,
আমি তোমাদের প্রত্যেককে উপহার দিচ্ছি একটি করে গোলাপ ফুল এবং শাখাযুক্ত বাঁশ।
("গোলাপটা যাবে বেশ দ্রুত...
...............বাঁশটা যাবে বেশ ধীরে। ")
আমি তো সবচে' সহজ পাগল,
কামড়ে দিতে কি আর পারি!!
Praxis
ডিসেম্বর, ২০০৭
(Writer's note: This particular piece of writing has been severely modified since its first draft.)
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
বেনামী গন্ধ
সহস্র বছর ঘণীভূত প্রস্তরে,
প্রান্তর, পল্লব, সংক্ষিপ্ত সবুজ;
সলজ্জ তিনটি রং
অপেক্ষায় অনবদ্য প্রলয়ের।
প্রান্তে ঘূর্ণি, কেন্দ্রে অলস অক্রোধী স্রোত,
নিত্য বইছে কৃপণ আঁশে...
নির্বিবাদে
অসম্ভব উষ্ণতায়।
প্রলয়ের গন্ধে
কম্পমান পালক,
নির্ণীত অনুনাদে নাভিমূলে
অনল জাগায়;
কৌমার্য তূণে জড়ায় শোণিত প্রচ্ছদ;
কাদার গন্ধে আমন্ত্রণ জানায়...
সিক্ত আঁচড়।
Praxis
জানুয়ারি, ২০০৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।