আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই ঘুরে দাড়াঁল কোণঠাসা বাঘ

যারা GRE/GMAT পরীক্ষা দিবেন, কোন MATH সমস্যায় পড়লে আমাকে জানান। যে কোন MATH সমস্যার সমাধান দিব - যত দ্রুত সম্ভব। কিভাবে সমাধান করা হল বিস্তারিত ব্যাখ্যা সহ পাবেন।

আমরা যে পারি তার আর কি প্রমাণ লাগবে? একেই বলে প্রত্যয়। একেই বলে ঘুরে দাড়াঁনো।

অবিশ্বাস্য জয় টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের সাথে পরাজয়ের পর সাকিব বলেছিলেন "এখনো সব শেষ হয়ে যায়নি। " অনেকের মনেই সংশয় ছিল এর প্রতিফলনের সম্ভাব্যতা নিয়ে। আজ সেই সম্ভাবনার সত্যতা মিলল। আস্থা বাড়ল অধিনায়কের কথায়।

আস্থা বাড়ল দলের ক্ষমতায়। আস্থা বাড়ল কোয়ার্টার ফাইনাল খেলার প্রত্যাশায়। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তায় আমরা হেরেছি একটা ম্যাচ যা আমরা জিতব বলে ধরে নিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজ দলের চৌকস নৈপূণ্যে আমরা অসহায়ের মতই হেরে যাই কিছু বুঝে ওঠার আগেই।

শুধু আমরাই নই, এ রকম দুর্ঘট বিশ্বের সব দলই মোকাবেলা করেছে। কিন্তু কিছু ক্রিকেট পাগল একটু বেশিই পাগলামি করেছিলেন সেই পরাজয়ের প্রতিক্রিয়ায়। অনেক সাবেক ক্রিকেটারও ওই দলে ছিলেন। আশাকরি সবাই এবার বুঝবেন পরাজয় কারও জন্য সুখকর নয় এবং কেউ স্বেচ্ছায় পরাজিত হয় না। জয়-পরাজয় খেলারই অবিচ্ছেদ্দ্য অংশ।

কারও অবদানই কম নয়। বোলারদের বোলিং, ফিল্ডারদের ফিল্ডিং ও ব্যাটসম্যানদের সার্বিক পারফরম্যান্স প্রশংসনীয়। ভুল ছিলই; কিণ্তু তা জয়কে পিছূ হটাতে পারেনি। অধিনায়ক সাকিব সামনে থেকেই নেতৃত্ব দিলেন। অষ্টম উইকেট পতনের পর যে দৃঢ়তা দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল, নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবিদার।

আমরা এখনো ততটা নিরাপদ নই। আজকের ভুলগুলো/দূর্বলতাগুলো সংশোধন করেই পরের ম্যাচগুলোতে মাঠে নামতে হবে। নেদারল্যন্ডকে আমরা ছাড় দিব না। আশা রাখছি সাউথ আফ্রিকার সাথেও আমরা জিতব। বাংলাদেশ দলের সবাইকে অভিনন্দন।

অভিনন্দন উৎফুল্ল দেশবাসি, ক্রিকেট প্রেমি, ক্রিকেট পাগল সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।