সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
আড়াই থেকে তিন বছর পর পর মায়ের সাথে আমার দেখা হয়ে। আমি যত বারই মাকে দেখি ততবারই যেন তাকে নতুন ভাবে আবিষ্কার করি । হয়তো অনেক দিন পর পর দেখি তাই এমন মনে হয়ে। তবে শেষ বারের আবিষ্কারে আমি নিজেকে সংযত রাখতে পারিনি। মাকে দেখে আমার দুনিয়াটা যেন নড়ে উঠলো।
আমি দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাপিয়ে পড়লাম। আমার ভিতরে কান্নার ঝড় বয়ে গেল । মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠলাম। মা তোমার হাতে লাঠি কেন ? এখন লাঠি তোমার চলার পথের শক্তি? লাঠিতে ভর করে তুমি চলাফেরা কর ?
মাকে বড় অসহায় লাগে । যে মাকে সব সময় দেখতাম দীপ্ত পদচারনায় মুখরিত করে রাখতেন গোটা সংসার।
সবার চাহিদা এক হাতে সামাল দিতেন। সব কাজের আগে আগে বাতাসের বেগে ঘুরতেন । আজ তার হাতে লাঠি!!! হায় মানুষ এতো টা অসহায়ও হতে পারে !!
আজ সব রকম রোগ এসে আমার মায়ের ভিতর বাসা বেধেছে । রোগ ব্যাধিতে জরাজীর্ন এক সহায়হীন এক মানুষ। লাঠিতে ভর দিয়ে কোন মতে নিজের কাজ টুকু করতে পারেন ।
লাঠি ছাড়া আজ মা আমার বড় অসহায়।
লাঠি হাতে মাকে ভাবতেও আমার ভাল লাগে না। লাঠি হাতে মানে অন্যের উপর নির্ভর করা । আর অন্যের পর নির্ভর মানুষ বেশী দিন................ না মা আমি অন্য কিছু ভাবতে পারিনা ভাবতে চাইও না।
মা তুমি ছাড়া কে দোয়া পড়ে মাথায় ফু দিবে ? অসুখ হলে কে স্নেহের পরশ বুলাবে ? প্রিয় খাবার গুলো কে রান্না করে খাওয়াবে?
মা তুমি লাঠিতে ভর করে হলেও অনন্তকাল আমাদের সাথে থাক।
বার বার তোমার বুকে ঝাপিয়ে পড়ার সাধ জাগে, তোমার স্নেহ ভরা আঁচলের নীচে শান্তির পরশ পেতে ইচ্ছা করে , মাগো তোমার পায়ে মাথা রেখে ঘুমাতে বড় সাধ হয় । মা তুমি যে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়।
সর্ব প্রকার রোগ আজ আমার মাকে আষ্টেপিষ্টে ঘিরে ধরেছে । বার্ধক্য ধীরে ধীরে গ্রাস করছে। আজ বিশ্ব মা দিবসে সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া কামনা করছি।
বিশ্বের সকল মাকে বিশ্ব মা দিবসে বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।