আমাদের কথা খুঁজে নিন

   

"নামাজের রকমফের"

Cheiro Sharier এর বাংলা ব্লগ

“ফরজে আইন” বড়'ই কঠোর অতি জরুরী বান্দার উপর, কোন ক্ষমা নাই। “কেফায়া” ও করা চাই করবে পালন নিদ্বিধায়, কোন উপাই নাই। “ওয়াজিব” না করলে পালন নামাজ নাহি হয় ! “সুন্নাতে মোয়াক্কাদায়”নবীর স্মরণ হয় “জায়েদা” করলে পালন নবী খুশী রয়, গুনাহ নাই - না পড়লে “নফল” যতই পড়বে ততই সুফল, বান্দা প্রিয় হয় । “তাহাজ্জুতে” জেগে একা পেয়ে যাবে খোদার দেখা,!!! “তাহিয়াতুল ওজু”তে ঈমান দৃঢ় রয় , “দুখুলুল মসজিদে” বান্দার উপস্থিতি হয় ,। সূর্য উঠার সাথে সাথে “এশরাক” পরতে হয় চাস্তের নামাজ পড়লে বান্দা গরীব নাহি রয় , মাগরীবে'র শেষে “আউয়্যাবিনে'র" ওয়াক্ত হয়, “এস্তেগফার” নামাজে গুনাহ মাফ হয় , “হাজতের” নামাজে আশা পূর্ণ হয় , “সালাতুল তাছবীহ” জেনো জীবনে অন্তত একবার পড়তে হয় , জানাজায় শরীক হলে হক আদায় হয়, ইস্তিখারা, ইস্তিছক্কা,ক্বছর অন্য বিষয়। একামতে ধরলে জামাত, এহতামের সহিত পড়লে নামাজ , মুকতাদী "সালেহীন" হয় ,! জান্নাতের ঐ চাবীকাঠি নামাজ হলো মূলনীতি , আদায় করো দিবা-রাতি, আখেরাতে থাকবেনা'কো তোমার কোন ভয়। এক্ষুনি করো শুরু আল্লাহ ডেকে কয়, বান্দা বলে পরে-পরে জীবন সাঙ্গ যায় কবরে, সময় নাহি রয়…………….।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।