" পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু রছি"। প্রকৃত সত্য জ্ঞানের সন্ধানে---ও বিতরণে---- সালাহ ফরয সমূহ মোট ১৪টি। যা দুই ভাগে বিভক্ত। যেমনঃ- ভেতরের ৭টি ও বাহিরের ৭টি ।
প্রথমে বাহিরের ৭টি ফরয সমূহঃ-
১।
জায়গা পাক্
২। শরীর পাক্
৩। জামা পাক
৪। ছতর ঢাকা
৫। কেবলামূখী হওয়া
৬।
নিয়্যত কর
৭। ওয়াক্ত অনুযায়ী সালাহ করা।
(খ) ভেতরের ৭টি সালাহর ফরয সমূহঃ-
১। তাকবীর তাহরীমা বাধাঁ
২। সুরা ফাতেহা পড়া
৩।
রূকু করা
৪। সোজা হয়ে দাড়ানো (রুকু থেকে)
৫। সেজদা করা
৬। শেষ বৈঠকে বসা (যে ভাবে বোসে আত্তাহেয়্যাতু পড়া হয়)
৭। সালামের মাধ্যমে সালাহ শেষ করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।