আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় ৩০ হাজার কৃষক ডিজেল ভর্তুকির টাকা এখনও পাননি

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

খুলনা, ৬ মে (শীর্ষ নিউজ ডটকম): খুলনার প্রায় ৩৩ হাজার কৃষকের হাতে সরকার ঘোষিত বোরো মৌসুমের ডিজেল ভর্তুকির টাকা এখনও পৌঁছায়নি। ভর্তুকির প্রায় সোয়া ৮ কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে জমা হলেও কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে কৃষকরা এ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, সারা দেশে এই প্রথমবারের মতো বোরো মৌসুমে ডিজেল ভর্তুকির জন্য কৃষক পরিবারকে আইডি কার্ড দেয়া হয়। খুলনা জেলার ১ লাখ ৫শ ২২ কৃষক পরিবারকে আইডি কার্ড দেয়া হয়েছে।

এ কার্ডের মাধ্যমে http://www.biplobiderkotha.com সরকার ডিজেল ক্রয়ের জন্য মাঠ পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য মাত্র দশ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ দেয়া হয়। মার্চ মাসের মধ্যে ১ লাখ ৫শ ২২ জন কৃষক পরিবারের জন্য ৮ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সোনালী, কৃষি, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে কৃষকদের এ ভর্তুকির টাকা দেয়া হচ্ছে। মাঝারি কৃষকদের ১ হাজার ও ক্ষুদ্র কৃষকদের ৮শ টাকা দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, জেলায় ব্যাংক একাউন্ট খোলা কৃষকের সংখ্যা ৯৬ হাজার ৫শ ৩৫ জন। এর মধ্যে এখনও ৩০ হাজার ৭শ ৮৭ জনের হাতে ভর্তুকির অর্থ পৌঁছায়নি। এদিকে রুপসা উপজেলায় ব্যাংক একাউন্ট খুলেছেন ১০ হাজার ২শ ১৮ জন কৃষক। এর মধ্যে ১শ ১৫ জন ভর্তুকির টাকা পাননি। বটিয়াঘাটা উপজেলায় ৯ হাজার ৫শ ৭ জন কৃষকের ব্যাংক একাউন্ট রয়েছে।

ভর্তুকির টাকা পাননি ২ হাজার ৮শ ৮৭ কৃষক। দিঘলিয়া উপজেলার ৮ হাজার ৫শ ৭১ কৃষকের মধ্যে ৩শ ৫৫ জন, ফুলতলায় ৯ হাজার ৪শ ৫২ কৃষকের মধ্যে ১ হাজার ৪শ ২৪ জন, ডুমুরিয়া উপজেলায় ৩৫ হাজার ৪১ কৃষকের মধ্যে ১৫ হাজার ২শ ৪৬ জন, তেরখাদা উপজেলার ১৪ হাজার ৬শ ৫ জনের মধ্যে ১০ হাজার ৫শ ২০ জন, দাকোপ উপজেলার ৮শ ৯৩ জনের মধ্যে ৫৯ জন, কয়রা উপজেলার ১ হাজার ৬শ ৮১ জনের মধ্যে ১শ ৮১ জন ব্যাংক হিসাবধারী কৃষক ভর্তুকির টাকা পাননি। তবে পাইকগাছা উপজেলার ৬ হাজার ৫শ ৬৭ জন কৃষকের মধ্যে সকলেই ভর্তুকির টাকা পেয়েছেন। কৃষকের ভর্তুকির টাকা না পৌঁছানোর ব্যাপারে সোনালী ব্যাংকের খুলনা কর্পোরেট শাখার আরসিডি অফিসার সমীর কুমার সাহা জানান, জনবল সংকট ও ব্যাংকের অন্য কাজের চাপে কৃষকদের ভর্তুকির টাকা সময়মত দিতে দেরি হচ্ছে। (শীর্ষ নিউজ ডটকম/ মল্লিক সুধাংশু/ এআই/ ০০.১০ঘ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।