আমাদের কথা খুঁজে নিন

   

চাটখিল তথ্য ভান্ডার

আপনার আগমন শুভ হোক।

১৭৭২ সালে ভুলুয়া জেলা গঠিত হয় । ১৭৭৯ সনে ইহাকে মুমিনশাহী জেলার অর্ন্তরভুক্ত করা হয় কিন্তু ঐ বছর ত্রিপুরা জেলা ঘটিত হলে ইহাকে ত্রিপুরার সাথে সংযুক্ত করা হয়। ১৮২২ সনে নোয়াখালীকে ত্রিপুরা হতে পুথক করে হাতিয়, সন্দ্বীপ নিয়ে নতুন জেলা গঠিত হয়। ১৯৩০ সনে এখানে একজন কালেক্টর নিয়োগ করা হয়।

১৯৭৯ সনে রামগঞ্জ থানাকে দুই ভাগ করে পূর্বাংশ চাটখিলকে থানায় রূপান্তর করা হয়। ১৯৯১ সালের হিসাব অনুযায়ী চাটখিল উপজেলার জন সংখ্যা ১৯৪১৮৫ জন। পুরুষ ৪৮.৪৩% এবং মহিলা ৫১.৫৭%। আঠার বছরের অধিক বয়সের জন সংখ্যা ৯০৪৮৪ জন। এখানে শিক্ষার হার ৫২.১%।

বাংলাদেশের শিক্ষার হার ৩২.৪%। চাটখিলে মোট একটি পৌর সভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। চাটখিল পৌর সভার আয়তন ৬.০৭ বর্গ কিলোমিটার এবং জন সংখ্যা ২৮৮১৭ জন। পৌর এলাকার শিক্ষার হার ৫৪.৮%। পৌর এলাকায় পুরুষের হার ৪৮.৪৫% এবং মহিলা হার ৫১.৫৫%।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.