আমাদের কথা খুঁজে নিন

   

চাটখিল থেকে নির্বাচন করার ইঙ্গিত স্পিকারের

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য শিরীন রোববার পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিলের পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজার, সোনাইমুড়ি বাজারে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
জনগণ তাকে ওই আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়েছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “এ সময় স্থানীয় জনগণ স্পিকারকে চাটখিলবাসীর পক্ষ থেকে আসন্ন নির্বাচনে ম্যান্ডেট প্রদানের আশ্বাস প্রদান করে। ”
দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিনও এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়ে তাতে এলাকাবাসীর ‘দোয়া ও সহযোগিতা’ চেয়েছেন।  
নোয়াখালী-১ আসনে বর্তমানে সংসদ সদস্য বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক খোকন বিএনপির যুগ্মমহাসচিবের দায়িত্বেও রয়েছেন।  
এই আসনে ১৯৭৩ সালে সংসদ সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত। এরপর আর আসনটিতে আওয়ামী লীগের কেউ নির্বাচিত হয়নি।  
চাটখিলের মেয়ে শিরীন চলতি নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর মহিলা ও শিশু প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে গত ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি।
পেশায় আইনজীবী শিরীন শারমিন যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন।  
শিক্ষা জীবনে অসাধারণ কৃতিত্ব দেখানো শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। তার মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।

তার নানা সিকান্দার আলী ছিলেন পূর্ব পাকিস্তান হাই কোর্টের বিচারপতি।
১৯৯২ সালে বার কাউন্সিল আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন শিরীন। ১৯৯৪ সালে হাই কোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, স্পিকার চাটখিলের মধ্য দশঘরিয়া জামে মসজিদের সম্প্রসারণ কাজের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং মসজিদের উন্নয়নে সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।  
রামপুর আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


স্পিকার এলাকার মন্দিরগুলোর উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন।
চাটখিলের দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় শিরীন শারমিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার- দেশের সব শ্রেণি ও পেশার মানুষকে এ মন্ত্রে দীক্ষিত হয়ে এক সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.