নোয়াখালীর চাটখিল উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসে উত্তেজিত গ্রাহকরা আজ দুপুর ১২ টায় বিদ্যুতের দাবিতে হামলা চালায়। গ্রাহকদের হামলায় পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শীল ও অফিস পিয়ন রুহুল আমিন গুরুতর আহত হয়।হামলা কারীরা ২টি কম্পিউটার ১টি পিন্টার লেজার ১টি মোটর সাইকেল, ডিজিএম এর কক্ষের আসবাবপত্র সহ বাকী ৩টি অফিস কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা অফিসে ব্যাপক ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গিলে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটখিল পল্লীবিদ্যুতের গ্রাহকরা জানায়, দীর্ঘদিন থেকে তারা বিদ্যুতের অসহনীয় লোডশেডিংএ অতিষ্ট হয়ে আজ পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে জানতে চাইলে ডিজিএম তাদের সুদোত্তর না পারায় এ ঘটনা ঘটায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।