বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবির কুঠিবাড়ী মাঠে এগুলো ধ্বংস করা হয়।
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলে কাদির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিজিবি দিনাজপুর সেক্টর সদর দপ্তর এবং বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেছিল।
এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল শহিদুল আলম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।