আমাদের কথা খুঁজে নিন

   

রাসিকে রিটার্নিং অফিসারের প্রত্যাহার দাবি

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে মতবিনিময়কালে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এ দাবি জানান।
তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্নও তোলেন মিনু।
তিনি তার বক্তব্যে নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, মহানগর পুলিশ কমিশনার এবং রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে তারা একটি দলের পক্ষে কাজ করছেন এমন প্রমাণ পাওয়া গেছে।
তাই এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান তিনি।
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, আপনাদের দাবি-দাওয়া ও অভিযোগ বিবেচনায় নিয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা যা করার দরকার সব করা হবে।


মহানগর পুলিশ কমিশনার এসএম মনির উজ জামান বলেন, নগরীতে ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাধারণ ভোট কেন্দ্রের চেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়াও ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি টিম নগরীতে সার্বক্ষণিক টহলে থাকবে, বলেন তিনি।
মিজানুর রহমান মিনুর অভিযোগের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, কোনো দলমত নয়, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহিদুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান, জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন আহমেদ, রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবীর।


এ সময় মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।