নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে জাহাঙ্গীরের সমর্থক আনোয়ার হোসেন এসে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মোহাম্মাদ জাহাঙ্গীরের মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে রাসিক নির্বাচনে এখন ১৮ দল সমর্থিত একক প্রার্থী থাকলেন মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল।
জামায়াতে ইসলামীর মহানগর কমিটির রাজনৈতিক সেক্রেটারি আবু মুহাম্মদ সেলিম বলেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুলবুলকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করেছে।
মোহাম্মাদ জাহাঙ্গীর মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচলাক। তিনি এখন কারাগারে রয়েছেন।
আগামী ১৫ জুন ভোট হবে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সোমবার থেকে প্রার্থীদের প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।