আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি উপেক্ষা করে রাসিকে প্রচারণা

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাজোট প্রার্থী লিটন নগরীর ২৭নং ওয়ার্ডের বালিয়াপুকুর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণসংযোগ করেন।
অপরদিকে মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বড়বনগ্রাম, নওদাপাড়া বাজার, পোস্টাল একাডেমি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে (আরডিএ) গণসংযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ে গণসংযোগের সময় লিটনের সঙ্গে মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম সরকার, রাবির ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু উপস্থিত ছিলেন।
লিটন এ সময় সাংবাদিকদের বলেন, তিনি আবার মেয়র নির্বাচিত হলে শিল্পায়ন, আইটি ভিলেজ এবং কর্মসংস্থান সৃষ্টির উপরে জোর দিবেন।
প্রচারণার সময় মোসাদ্দেক হোসেন বুলবুল দুর্নীতিমুক্ত নগর ভবন ও সন্ত্রাসমুক্ত শান্তির মহানগরী গড়ে তোলার অঙ্গীকার করেন।
এ সময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।
আগামী ১৫ জুন রাজশাহীসহ চার সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.