জীবন এর গল্প অােছ বািক অল্প
১৯৯৫ সালে প্রথম আমি চাকুরি শুরু করি একটা প্রাইভেট ফার্মে, ১২ বছর চাকুরি চলাকালিন সময়ে 2005 সাল থেকে প্রতি মাসে ১০০০-২০০০ বেতন থেকে কম দিতেন কারন অফিসের আর্থিক অবস্হা ভালো ছিল না । যখন বেতনের বাকী টাকার কথা বলতাম তখন বলত এইতে দিয়ে দিচ্ছি, যার ফলে এক এক করে ২০০৭ সাল পর্যন্ত আমার সর্বমোট ১৪৭,৪৯০.০০ টাকা জমা পড়ে যায় । যার ফলে প্রতিমাসে খুব কস্ট করে জীবন যাপন করতে হত । হঠাৎ একদিন শুনি আমার মালিক সাবাইকে না জানিয়ে বিদেশ চলে যায় ।
২০০৭ সাল পর আবার কোন দিক নিশানা না পেয়ে অকেনটা কম বেতনের একটা নতুন একটা চাকুরী নেই এবং তারপর বিয়ে করি কিন্তু বিয়ের ৫ মাস খুব কস্ট করে জীবন যাপন করি যেহেতু আমার হাতে কোন টাকা পয়সা ছিল না। আমি এখন একজন গর্বিত মেয়ে পিতা, আমার মেয়ে বয়স এখন ২ বছর । বর্তমানে আল্লাহ রহমতে খুব ভালো অাছি ।
বর্তমানে আমি খুব কস্ট করে আমার পুরানো লাভ - লোকসান এর ১৪৭,৪৯০.০০ টাকার ইতিহাস ভুলে যেতে চেস্টা করছি ।
My Life is going to hell>> ha ha ha
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।