সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
পানশালার নব খদ্দের
বর্ণমালার অনিপুণ কারিকর
চন্ডিদাসী চাদরে পেঁচিয়ে
ইদানিং পানশালার নব খদ্দের
জাগতিক অঙ্গভুষায় মুড়েছে
অপার্থিব মনের কারুদেহ
মহাকালের চিরন্তন সাক্ষি যেন
চিত্ত-দর্পণে লুকিয়ে আলফা ওমেগা
তাহ্তুস্সেরা ছুঁয়ে সিদ্রাতুল মুন্তাহা
ইস্রাফীলের সিঙ্গার ফুঁক ধরে ধরে
বিগব্যাং ছুঁয়ে বিগক্রাউন্স
সৃষ্টির শুরু হতে অন্তিম ক্ষন
অনন্ত যাত্রার উদাস যাত্রিক
নিরন্তর সফরের পরে ক্লান্ত ধীর সাকী
পানশালার স্বাপ্নিক নব খদ্দের
সূরামত্ত নেশাতুর খৈয়ামী দুটি চোখে
ভাটি’র চড়ুইয়ের বাসা
বেনে পাতার ফাঁকে ফাঁকে
বয়েত কসীদা রুবাঈ’র প্রদীপ্ত উঁকি
জামে হায়াতে দু’চুমুক দিতেই উড়ে যায়
ধুলো ধুসর মেটো পথ ধরে
ঘনসবুজ বনানী দুর মাট তেপান্তর
পদ্মা কর্ণফুলির ঢেউ তোলা তটে তটে
ভাটিদেশে’র জলস্বর উঠে আসে
পলিমাটি-কবিতার সুতন্বি দেহে
গুলিস্তাঁ বোস্তাঁ দিওয়ানের সুরভিতে মাতে
ব দ্বীপীয় দোলনচাঁপা’র কানন
খুরাসান শিরাজের নেশা চুয়ে চুয়ে পড়ে
কীর্তন পালার রঙিন সোরাহীতে
শুঁড়িখানার পান পাত্রে চির-বুঁদ হয়ে
তন্ময়তায় হারিয়েছে নিজের নিজেকে
বর্ণমালার অনিপুণ কারিকর
পানশালার নব খদ্দের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।