আমাদের কথা খুঁজে নিন

   

পানশালার শহর

..

তুমি--তুমি। আমি--আমি। এক বোতলের বন্ধু শুধু------ গ্লাসে গ্লাসে ঠোকাঠুকি ,পারস্পরিক স্বাস্থ্যপান সফেন পানীয়টুকু শেষ হলে যে যার বাড়ী ফিরে যাই। নিয়ন-আলোয় চন্দ্রিমার ঘ্রাণ খোঁজা মাতালদের আমিও একজন বারুদের গন্ধ-মগ্ন নগরীতে ফুলের সৌরভ খুঁজি পোর্সিলিন বাথটাবে---স্বচ্ছ-সরোবর;কাক-চক্ষু জল তার নীল প্রতিবিম্ব আকাশের আবির-জাফরান রং মেঘ। অবেলায় আকাশ তার বদ্ধ-কপাট খুলে দেয় এ শহর তখন এক নদী---- কোথা থেকে ভেসে আসে ময়ুরপঙ্কী নাওখানি ধবধবে শুভ্র পাল সোনার বৈঠা। এই সব দুপুর-স্বপ্ন ভেঙ্গে দিয়ে হিসহিসে অশ্লীল উচ্চারণ জেগে ওঠে সিংহদুয়ারের প্রহরীর মতো বিষধরগুলো অপেক্ষায় আছে লকলকে জিব উদ্যত ফণা; বাহারী দরোজার ফাঁক পেলে একদম অন্তপুরে ঢুকে যাবে নিঃশ্বাসে ছড়িয়ে দেবে পিচ্ছিল দুর্গন্ধ। পানশালার এ শহরে সাপের আস্তানা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।