আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট < ডায়েরী থেকে>

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা।

১৯.০৮.০৭ ছক বাঁধা রুটিনেই শুরু হলো আজকের দিন । ডায়রি লিখতে খুব ভালো লাগছে । সারাদিন মনের মধ্যে পুরাতন স্মৃতিগুলো উকি মারছে। মনে হচ্ছে সবগুলো একবারে একটানে লিখে ফেলি।

আজ আমি নিজ হাতে আমার জীবনের প্রথম ব্যান্ক অ্যাকাউন্ট খুললাম অগ্রণী ব্যান্ক বিশ্ববিদ্যালয় শাখায় । মনে খুব আনন্দ লাগছে । আবার ভাবছি আব্বুকে কিভাবে জানাই । ওনাকে তো বলাই হয় নাই । আমার অবর্তমানে ব্যাঙ্কে জমানো টাকার উত্তরাধিকারী হবে আব্বু আম্মু সমান সমান।

অথচ ব্যাঙ্কে জমানো টাকার পরিমান ১০০/= । হা হা হা হা হা হা / হিসাব নং - oooo। ফলিত পদার্থের প্রসুনের কথা মনে রাখা দরকার, সে আমাকে একাউন্ট খুলতে বেশ সাহায্য করেছে । দুপুরে ঘুম ঘুম লাগছে কিন্তু ঘুম আসছে না । মাথাটা খুব ধরেছে ।

নারিকেলের পাতায় সোনা রোদ ঝিলিক দিচ্ছে । পানিতে প্রতিবিম্বিত হয়েছে নীলাকাশের ছবি । ডায়েরী ১ম কিস্তি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.