আমাদের কথা খুঁজে নিন

   

আফটার বিশ্ব ব্যাঙ্ক -> ২ গদাম ইজ কামিং -> সৌদি গদাম + আমেরিকান গদাম

মাটি আফটার বিশ্ব ব্যাঙ্ক -> ২ গদাম ইজ কামিং -> সৌদি গদাম + আমেরিকান গদাম । সৌদি সরকার কত কইরা কৈতাছে ওদের কূটনীতিক হত্যার বিচারের কি করলা ? সরকার এর পক্ষ থেকে যা করা হইতাছে তা হচ্ছে ফাজলামি । মনে হইতাছে কোনো ওয়ার্ড কমিশনার মারা গেছে, সেইরকম লোক দেখানো তদন্ত চলতাছে। কোনো জজ মিয়া নাটক ও করার ট্রাই করলো না । মনে হয় সরকার চাইতেছে সৌদি থেকে লোক ফেরত পাঠাক তাইলে বি এন পি র দোষ দেয়া যাবে।

আরে যেই দেশ থেকে এতো রেমিটেন্স আসে সেই দেশের কূটনীতিক মারা গেল আর এইটা একটু সিরিয়াসলি দেখা উচিত না? সৌদি ঘোষনা আসা মাত্র সরকারের প্রচার যন্ত্র হুমড়ি খেয়ে পরবে জামাতিদের উপর। উপলক্ষ হিসাবে টেনে আনবে যুদ্ধাপরাধী বিচার প্রসঙ্গ। আরেকটা জিনিস হইতাছে সাভার এর গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল হক হত্যা কান্ড । আমেরিকা কত কইরা কৈতাছে এর কিছু করতে কারণ আমিনুল হক ইস্যু আমাদের দেশে খবর নাই কিন্তু আমেরিকায় খবর হইছে সরকার এর পক্ষ থেকে এর জন্য ও যা করা হইতাছে তা হচ্ছে ফাজলামি । মার্কিন পররাষ্ট্র সেক্রেটারী হিলারি ক্লিনটন হাল্কা করে হলেও হুমকি দিয়ে গেছেন আমিনুল হক নামের শ্রমিক নেতা হত্যার বিচার না হলে দেশটায় পোশাক রফতানি অনিশ্চয়তার কথা।

এখন সৌদি থিকা লোক ফেরত পাঠাইলে আর গার্মেন্টস রপ্তানি বন্ধ হইলে আওয়ামী কুত্তারা যতই বি এন পি র দোষ দিক - শেষ মারা খাব আমরা সাধারণ পাবলিক ই । আওয়ামীলীগ, বিএনপি এর সব নেতার ই বিদেশে বাড়ি রেডি করা আছে । আমার আপনার শেষ রক্ত বিন্দু চুষা হয়ে গেলে ওদের কে আর পাবেন না । তখন আমরা ভাত, রুটির জন্য কুত্তার মত কামড়া কামড়ি করে মরব । তাই সময় থাকতে এদের ২ দলকেই বর্জন করি।

বি দ্র : তার মানে এই না যে জামাতরে ভালো কইতাছি - সো ওই লাইনে গালাগালি দিয়েন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.