এছাড়া রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে ওই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে।
ভবন মালিক সোহেল রানা এবং ওই ভবনের পাঁচ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন বা ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন
কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বুধবার সচিবের কাছে চারশ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, রানা প্লাজার ধসের পাঁচটি কারণ তারা চিহ্নিত করেছেন। এর ভিত্তিতে প্রতিবেদনে সাতটি পর্যবেক্ষণ এবং ১২টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে তিনটি বিষয়ে আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে কমিটি মনে করে।
তিনি জানান, ভবন মালিক সোহেল রানা এবং ওই ভবনের পাঁচ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন বা ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের সুপারিশ করা হয়েছে।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, “সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ড হবে বলেই আমরা আশা করছি। ”
ভবন ধসের জন্য ‘প্রত্যক্ষ বা পরোক্ষভাবে’ দায়ী স্থানীয় মেয়র, কাউন্সিলর, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ অন্যদের বিরুদ্ধেও একই সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে তার অর্থ থেকে পঙ্গু-ক্ষতিগ্রস্ত যারা আছেন এবং যারা মারা গেছেন, তাদের পরিবারকে সহায়তা দেয়ার সুপারিশ করা হয়েছে।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রানা প্লাজার ৫৬ শতাংশ জমিতে নতুন একটি বহুতল বিপণিবিতান নির্মাণ করে সেখানে নিহত ব্যক্তিদের পরিবারকে দোকান বরাদ্দ দেয়ার প্রস্তাব করছে বলে এর আগে গণমাধ্যমে খবর এসেছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শুধু পোশাক কারখনার জন্য একটি অধিদপ্তর করারও সুপারিশ করেছে কমিটি।
এই অধিদপ্তর থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সব কারখানাকে সনদ দেয়ার ব্যবস্থা হবে। এই সনদ প্রত্যেক গার্মেন্টে টাঙানো থাকবে। এটি দেখে শ্রমিকরা নির্ভয়ে কাজ করতে পারবে।
গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার বিভিন্ন তলায় পাঁচটি পোশাক কারখানা ছিল।
গত ১৩ মে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবন ধসে মোট এক হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে।
ভবন ধসের পরপরই গত ২৪ এপ্রিল মাইন উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়। পরে আরো একজনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।