আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্যহিন রানার

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । মনটা যেন কেন লাগছে এত উতলা, ঝিম ঝিম ধরা এ রাতটা কি কেবল শূন্যতা তুমি ছাড়া- তুমি বলে ছিল না তো কেউ এ জীবনে , তবে কি শূন্য শূন্যহীন চেয়ে থাকা অন্তহীন হাতে নিয়ে ধরে থাকা ঐ জানলার দিকে মস্ত বড় দূরবীন। ক্ষমাহীন আকাশ তাই আজ এতটা গোলাপি চাঁদহীন চাঁদনীকে আজ হারিয়ে খুঁজেছি কি ? মস্ত বড় দুনিয়া টা এখনও আমি বুঝেছি কি ? পথ চেয়ে আছি অজানার – হয়ত দুটি পথ আজ দুজনার । আলিয়াস ফ্রসেজে এসো আরেকবার, ঠোঁটে নিয়ে কফি চুমুকে বারে বার । সময় ত নেই আজ সেই আগিকার মত ফিরবার, উড়বার কিংবা ঘুরবার – ফুলার রোড বারবার । যে পথ নেই হারাবার, রিক্সা বসে ঘুরছি মস্ত দুনিয়াটা ভাবছি কে কে আমার । আমি যে এক গন্তব্যহিন রানার - আজও ইচ্ছে করে তোমার কথা খুব জানার । © MUSHFIQUL HAQUE MUKIT

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.