আমাদের কথা খুঁজে নিন

   

সুগভীর সুদূর তীব্রতা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

আরো একটা সকাল যখন আমার কাছে দর্পন হয়ে থাকে মনকে আচ্ছন্ন করে ঘন কুয়াশা । অসময়ে বলেছিলে ঝাপসা হয়ে যাওয়া প্রেমের কথা । হায় হৃদয়েশ্বরী ! কী এক চাপা শব্দে ভারী হয় ভিজে যাওয়া পলক । বেহিসাবি চাঁদের আলো, নির্জীব,যেন পাথরের স্তুপে ঢাকা গ্রাবরেখা । মর্ফিমও হারিয়েছে অর্থ, গ্রাস করে সারণী উদ্দেশ্যহীন পথচলায় । ছোট ছোট পাথরেও আজ শ্যাওলা ধরেনা নিঃশব্দে উদগীরণ কি শুধুই সিম্ফনির ? আলোর বিজ্ঞাপনে কি আবার ভালবেসে জড়িয়ে তোমায় ভুলে যাব অবশিষ্ট তীব্রতা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।