আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা সার কারখানায় কোটি কোটি টাকা লুটপাট : শিল্পমন্ত্রীকে গাড়ি ও এসি উপঢৌকন


দেশের বৃহত্তম যমুনা সার কারখানায় ওভারহোলিংয়ের নামে কোটি কোটি টাকা লুটপাট জায়েজ করতে শিল্পমন্ত্রীকে উপঢৌকন দেয়া হল ৯১ লাখ টাকা দামের গাড়ি। পাজেরো মিৎসুবিসি নামে এই গাড়ি এবং দুটি এয়ারকন্ডিশনার শিল্পমন্ত্রী দিলীপ বড়-য়ার অফিসে পৌঁছে দেয়া হয়েছে। মন্ত্রীকে গাড়ি ও দুটি এসি উপঢৌকন দেয়ার সত্যতা স্বীকার করেছেন যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান। তিনি এই প্রতিবেদকের কাছে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘মন্ত্রীকে গাড়ি দিয়েছিÑ তবে একথা পত্রিকায় লিখলে আমরা ফেঁসে যাব। ’ মন্ত্রীকে গাড়ি কেন দেয়া হয়েছে এ প্রশ্নের কোন সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

২০ এপ্রিল থেকে যমুনা সার কারখানা বন্ধ করে ২৭ কোটি টাকা ব্যয়ে ওভারহোলিংয়ের (সংস্কার ও মেরামত) কাজ শুরু হয়েছে। ওভারহোলিং চলবে ১৯ মে পর্যন্ত। এই ওভারহোলিংয়ের নামে কোটি কোটি টাকা আÍসাৎ ও লুটপাটের অভিযোগ উঠেছে। কারখানার কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী শিল্পমন্ত্রী দিলীপ বড়-য়ার উপস্থিতিতে এ অভিযোগ উত্থাপন করেন। শুক্রবার যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ও তারাকান্দিতে এক অভিষেক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন অনুষ্ঠানের বক্তৃতায়।

প্রতি উত্তরে মন্ত্রী ওভারহোলিংয়ের নামে দুর্নীতি বিষয়ে কোন মন্তব্যই করেনি। কারখানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওভারহোলিংয়ের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং কোন অজুহাতেই যেন যমুনা সার কারখানা বন্ধ করে দেয়া না হয়Ñ এ কারণেই মন্ত্রীকে এসব উপঢৌকন দেয়া হয়। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ শহিদুল্লাহ বলেন, ওভারহোলিংয়ের নামে যমুনা সার কারখানায় প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট হয়। এ টাকা ভাগ হয় কারখানা কর্তৃপক্ষ, বিসিআইসি এবং সিবিএ নেতাদের মধ্যে। মন্ত্রী কোন শিল্প কারখানা থেকে উপঢৌকন নিতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান জানিয়েছেন, মন্ত্রীর গাড়ি না থাকলে কারখানার অর্থে তিনি গাড়ি নিতে পারেন।

এ ব্যাপারে শিল্পমন্ত্রী দিলীপ বড়-য়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাসায় ফোন করেও মন্ত্রীকে পাওয়া যায়নি। মন্ত্রীর ঘনিষ্ঠজনকে ফোন করে এ ব্যাপারে তার মন্তব্য চাওয়া হলেও দিলীপ বড়-য়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।