আমাদের কথা খুঁজে নিন

   

দুটি বিষয়ঃ বিবেকবান মানুষেরা একটু ভাববেন কি?

আমার িকচুই িলখার নাই

গত ২৯ শে এপ্রিল একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে একটি খবর এর শিরোনাম ছিল এরকম-"তিনটি লাশের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে দুজনই হত্যা মামলার আসামী " এ রকম শিরোনাম যদিও আমরা হরহামেশা পত্রিকায় দেখি কিন্তু আমার মনে হলো পরবর্তী বাক্যটা লিখে ঘটনার মর্মান্তিকতাকে কি দুর্বল করা হয়নি? এভাবে লাগামহীনভাবে সাংবাদিকরা যাকে তাকে যখন তখন যেনতেনভাবে অভিযুক্ত করা কি সুস্থ সাংবাদিকতার মধ্যে পড়ে? একজন অভিযুক্ত লোককে ততক্ষণ পর্যন্ত আসামী বলা বা তার বিরুদ্ধে আঙ্গুল উচিয়ে কথা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হয় । একথাটি আমাদের সুশীল ও সভ্য (!) সাংবািদক ভাইেয়রা -যারা সবার সমালোচনায় সবসময় একহাত তারা জানে না । কোন সময় কোন অবৈধ পণ্য যেমন হেরোইন ইত্যাদি নেশাজাত দ্রব্য কোথাও ধরা পড়লে সাংবাদিক ভাইয়েরা লিখেন- অত কোটি টাকা হেরোইন উদ্ধার.. অত লাখ টাকার ইয়াবা উদ্ধার ইত্যাদি ... সাংবাদিক ভাই য়েরা রিপোর্ট লেখার সময়কি এটা ভাবেন না যে, ঐ সব অবৈধ পণ্যের মুল্য আছে শুধু তাদের কাছে যারা এইসব পণ্য ভোগ করে । বাকীদের কাছে এসব মুল্যহীন । তারপরও তারা কেন এসব পণ্যে মুল্য ট্যাগ করে ? তাহলে কি এটাই ভাবতে হবে যে তারা ও এসব পণ্যের খদ্দের ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।