এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি
http://keuna.amarblog.com/posts/105132/
উপরের লিংকটিতে না গেলে এই লেখাটা বোঝা যাবেনা।
তসলীমা নাসরীন। এই মানুষটি বিতর্কীত। স্বদেশ ও স্বদেশের ত্রিসীমানা থেকে ও বিতারিত। কারণ তিনি সত্য বলেন ।
হয়তো নগ্ন সত্য । এবং বলেন ও নগ্নভাবে। এটাই তার চরম অপরাধ।
তবে তিনি দেশবিরোধী নয়। দেশকে ভালবাসেন গভীরভাবে।
ফিরতে চান দেশমাতৃকার কোলে। তার ও অধিকার আছে দেশে ফেরার।
ব্যেক্তিগতভাবে আমি তার লেখার ১জন একনিস্ঠ সমালোচক। আমি বিশ্বাস করি,১জন লেখক ভাল লিখুন বা খারাপ লিখুন তিনি ১জন লেখক। লেখক মাত্রই আছে তার সত্যকে উদ্ভাবন করার অপরিসীম ক্ষমতা।
গনতন্ত্রের চর্চাকে উদ্দীপ্ত করতে তাকে দেশে ফেরার অনুমুতি দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।