আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া ঃ আমাদের কথা



আমাদের কাছে সব কিছু আছে আছে গাড়ী বাড়ী অর্থ কিন্তু শুধুই জানা নেই কারো জীবনের আসল অর্থ আমরা সকলে ব্যস্ত ভীষন বাড়াতে নিজের সম্মান কিন্তু জানিনা কি করে রাখবো স্বচ্ছ্ হৃদয়- প্রাণ আমরা সকলে সব কিছু জানি জানি ধর্মের প্রথা তবু আমাদের কারো মাঝে নেই সামান্য সততা সত্য হারিয়ে মিথ্যের মাঝে করছি আমরা বসতি অলক্ষে তাই সমাজে বাড়ছে শুধু ক্ষত আর ক্ষতি বাড়াতে নিজের খ্যাতি আর যশ করতে পুরন অভাব দ্বিধাহীন ভাবে করছি খারাপ চরিত্র আর স্বভাব আত্মদৌড়ে হারিয়ে যাচ্ছে বিবেক এবং নীতি তাই আমাদের বাড়ছে কেবলই মানসিক বিকৃতি! ভুলে গেছি সবে লজ্জা শরম ভুলেতে বসেছি হায়া বেহায়ার মতো চলতে চলতে দীর্ঘ হচ্ছে ছায়া ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।