আমাদের কথা খুঁজে নিন

   

লাগবো নাকিঃ উইন্ডোজ টুইক্স (পর্ব-১)

মন খুলে কথা বলুন....

আসসালামুআলাইকুম… সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই। Windows Prefetcher ****************** [HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ Session Manager \ Memory Management \ PrefetchParameters] এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।

Master File Table Zone Reservation ********************************** [HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ FileSystem] এখানে NtfsMftZoneReservation নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ১ এর বদলে ২ করে দিন। Optimize Boot Files ******************* [HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Dfrg \ BootOptimizeFunction] এখানে Enable নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু হিসেবে Y বসালে boot defragmenter শুরু হবে। এটি বুট ফাইল ডিফ্রাগ করে এবং বূট টাইম আরো জলদি হয়।

সব কাজের শেষে পিসি রিস্টার্ট দিন এবং আপনারাই তফাৎটুকু বুঝুন। আর পোষ্টটি ভালো লাগুক নাই লাগুক আপনাদের মূল্যবান মতামতটুকু দিয়েন। এই পোষ্ট আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.