আমাদের কথা খুঁজে নিন

   

একবার পড়ুন এবং সতর্ক হোন এবং অন্যকেও সতর্ক করুন

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -

ঘটনা টি ঘটেছিল ব্যাজ্ঞালোর (ইন্ডিয়া) এর একটি হসপিটালে। চার বছরের একটি ছোট্ট ফুটফুটে প্রানচঞ্চল মেয়ে, তার পা ভাজ্ঞার কারনে ঐ হসপিটালে ভর্তি হয়।

তার পা টা এমনই ভাবে ভাজ্ঞে যে অপারেশন করে হাড় সেট করার প্রয়োজন হয়। যদীও এই অপারেশন ছিল খুব ছোট্ট একটি অপারেশন, তবুও মেডিক্যাল সিস্টেম অনুযায়ী তাকে লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে রেখে অপারেশনের সিদ্ধান্ত নেয় ডাক্তার রা। অপারেশন যখন ঠিক মাঝপথে, তখনিই হঠাৎ করে লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যায়। ডাক্তার রা অনেক চেস্টা করেও ব্যর্থ হয়। সেই সুন্দর, নিরাপরাধ, ফুটফুটে মেয়ে টি ধিরে ধিরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আসলে তার কোনো লাইফ রিস্ক ই ছিল না। সে এসেছিল সামান্য ভাজ্ঞা পা জোড়া লাগাতে। কারনঃ- কেও একজন ঠিক অপারেশন থিয়েটারের বাইরে তার নিজস্ব মোবাইল ফোন অপারেশন চলাকালিন ব্যবহার করে। ফলে মোবাইল ফোন এর ফ্রিকোয়স্নি, লাইফ সাপোর্ট সিস্টেম এর উপর প্রভাব ফেলে এবং সিস্টেম বন্ধ করে। যার মূল্য দিতে হয় ঐ সুন্দর, নিরাপরাধ, ফুটফুটে বাচ্চা মেয়েটিকে।

ব্যপারটি হসপিটাল কতৃপক্ষের গোচরে আসার পর, তারা অনেক চেস্টা করেও ঐ ব্যক্তিকে ধরতে পারেন নি। আমার এই পোষ্টটি করার কারন একটাই, আসুন টেকনলজি কে মানব সভ্যতার উন্নয়নে ব্যবহার করি, ধ্বংসে নয়। আসুন হসপিটাল বা সেরকম জায়গা যেখানে মোবাইল বা হ্যান্ড ফোন ব্যবহার নিষিদ্ধ, সেখানে মোবাইল বা হ্যান্ড ফোন ব্যবহার করা বন্ধ করি। আপনি হয়ত আইনের হাত থেকে ছাড় পেয়ে যাবেন, কিন্তু আপনি নিজের অজান্তেই হয়ত কারো মৃত্যুর কারন হয়ে যেতে পারেন। তাই একটু সাবধান বা সতর্ক হোন।

আপনার পরিচিত দেরকেও এ ব্যপারে অবহিত করুন এবং টেকনলজির সঠিক ব্যবহার করুন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.