আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরায় বিদেশী মদসহ ৩ ব্যক্তি গ্রেফতার

www.nationalnews.com.bd

রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর থেকে বৃহস্পতিবার সন্ধায় বিদেশী মদসহ আরজু মিয়া (৪০), মোঃ সবুজ (৩০) ও সারোয়ার আলম টিটু (৩০) নামক ৩ ব্যক্তিকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছে থাকা বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ বোতল হুইস্কি জব্দ করে। গ্রেফতারকৃত ৩ ব্যক্তি দীর্ঘদিন যাবত এ ব্যবসা চালিয়ে আসছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুনুর রশীদের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল ইসলাম, এসআই পারভেজ, এসআই আরমান, এসআই সেলিম ও এএসআই মিজানসহ পুলিশের একটি বিশেষ টীম উত্তরা ৭ নং সেক্টরের ২৬ নং রোডের ৮ নং বাড়িতে অভিযান চালিয়ে কেয়ারটেকার আরজু মিয়া এবং ২২ নং বাড়ির দারোয়ান মোঃ সবুজকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করে। সবুজের দেয়া তথ্যের ভিত্তিতে একই রোডের ১৩ নং বাড়ির কেয়ারটেকার সারোয়ার আলম টিটুকেও গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উত্তরা থানায় একটি মামলা দায়ের করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরজু মিয়া জানান, নিতাই বাবু নামের এক ব্যক্তি তার কাছে মদের বোতল রেখে রেখে বিক্রি করতো। বিনিময়ে সে পেত মাসিক ৩ হাজার টাকা। নিতাই বাবুর পরিচয় জানতে চাইলে সে তার শুধুই মুখচেনা বলে জানায় আরজু মিয়া। সে তার দোষ স্বীকার করে বলে সে অভাবের তাড়নায় লোভে পড়ে এ অবৈধ কাজ করেছে।

অপর গ্রেফতারকৃত সবুজ অভিযোগ করে বলে, টিটুই সকালে তার রুমে অবৈধ এসব বিদেশী মদের বোতলগুলো রেখে যায়। কিন্তু টিটু সবুজের অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবী করে। সবুজ জানায়, টিটু শত্র“তা করেই তাকে ফাসানোর চেষ্টা করছে। উত্তরা জোনের উপঃ পুলিশ কমিশনার নিসারুল আরিফ সাংবাদিকদের জানান, মাদক ও মাদক ব্যবসায়ী চক্রকে ধরতে আমরা একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের এ অভিযান এখনো অব্যাহত থাকবে।

মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। কারন এটি সমাজের যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবিদ রাসেল, উত্তরা,ঢাকা,সংবাদদাতা - ৩০ এপ্রিল, ন্যাশনালনিউজ ডটকম ডটবিডি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.