আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরায় ১২শ টেলিফোন সংযোগ বিকল

রাজধানীর উত্তরার ৬ ও ৮ নম্বর সেক্টরের কয়েকটি এলাকার প্রায় ১২০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুটি সেক্টরের মাস্টারপাড়া, চানপাড়া, দেওয়ানবাড়ী, চুয়ারীটেক ও ট্রান্সমিটার এলাকার টেলিফোন গ্রাহকরা।

ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল কে বা কারা কেটে ফেলায় এ অসুবিধার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ মোরশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ মার্চ রাতে উত্তরা সেক্টর ৬ রোড ৮ এর দাদা গার্মেন্টসের নিকটবর্তী ঈসা খাঁ এভিনিউ মোড়ের ম্যানহোল থেকে ২০০০ জোড়ার ভূগর্ভস্থ ক্যাবল কে বা কারা কেটে ফেলেছে। এ কারণে সংযোগগুলো বিকল হয়ে পড়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাবল প্রতিস্থাপনের কাজ চলছে। চার-পাঁচ দিনের মধ্যে বিকল সংযোগগুলো সচল হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.