যেদিন আমি হারিয়ে যাব, কালের পাতার সাঝে।
সেদিন তুমি থাকবে সুখে, অন্য কারো বুকের মাঝে।
তোমায় ছেড়ে যেদিন চলে যাব, ওগো মোর প্রিয়া।
বুঝবে সেদিন তোমায় কত ভালোবাসি মন-প্রাণ দিয়া।
যেদিন আমি অভিশক্ত হয়ে জ্বলবো সন্ধ্যা প্রদীপ-
সেদিন তুমি অন্যের বাগানে ফুটে থাকা সার্থক গোলাপ।
যেদিন তোমার ভুল ভাংবে, ভাংবে সকল অভিমান-
সেদিন শুধু থাকবে স্মৃতি, থাকবে নাত এই প্রাণ।
পাগলিনী হয়ে খুজবে তবে, জ্বলন্ত অশ্রুশিক্ত অঁখিতে।
আমি সেদিন থাকবোনা তোমাতে, হারিয়ে যাব কালের স্রোতে।
ভুল ভাংল অতি দেরিতে, বলবো মনে অতি গোপনে-
বড্ড আশার ছোট্ট একটি ঘর, বাধতে দিলেনা মোর জীবনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।