আমাদের কথা খুঁজে নিন

   

ঝরাফুল (কবিতা- মেলান্দহ-র ডাইরি থেকে)

নিরপেক্ষ আমি (১) ঝরাফুল ঝরে যায় তারপরে চলে যায় আপন ঠিকানায় শুধু মনে রয় স্মৃতির পাতায় আর কিছু নয় ঝরাফুল হতে চাই। (২) কেউ মনে রাখিবেনা তারে ঝরে যাবে যেইদিন পথেরও ধারে অনেক যত্নে ছিল যে একদিন কত আদরে, কত সোহাগে প্রতিদিন জল দিত, ঘ্রান নিত সকলে ঝরিবে সে আজ পথেরও ধারে। আকাশে জ্বলিবে তারা নদীতে ঢেউয়ের ধারা গগনে উড়িবে পাখি চিরন্তন নিয়ম রাখি, তবু মনে পড়িবেনা তারে যে ছিল একদিন হৃদয় জুড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।