আজ অনেক দিন হলো সামুতে সদস্য হয়েছি। সময় পেলেই সামুতে আসি। কিন্তু বেদনার সাথে বলতে হয় এখনও আমি কোন প্রকার মন্তব্য লিখতে পারিনা। কেন পারিনা আমি জানিনা। কবে থেকে পারবো তা ও জানিনা।
কর্তৃপক্ষও জানায় নি। নবর্ষের শুভেচ্ছা জানালাম সবাই কে তাও প্রকাশ করল না। এখন আমি কি করব। ইচ্ছে ছিল একটা ক্যামেরে কিনে কিছু ছবি প্রকাশ করবো মালয়শীয়ার। কিন্তু বস্ বেতন ও দিচ্ছে না।
কি যে করি। একটা অস্থির সময় কাটাচ্ছি। ভিষার মেয়াদ ও প্রায় শেষ হয়ে আসছে।
আমি তো কোন সাহিত্যিক নই। যে ইচ্ছে করলে দু-একটি গল্প লেখে ফেললাম।
আমি আমার লেখনী শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন সুযোগ পেলেই পড়ি ভাল লেখা। অথচ বাক্য গঠন করে লেখার হাত পাকানো যায়। কিন্তু সামু কর্তৃপক্ষ সেই সুযোগও দিচ্ছে না। কি যে করি।
অন্যের ব্লগারের লেখায় যদি মন্তব্য লেখতে না পারি, তাহলে আমার স্বাধীন চিন্তার প্রকাশ কিভাবে করবো? বুঝিনা।
শুধু বুঝি লেখতে তে লেখক... হওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।