আমাদের কথা খুঁজে নিন

   

বুঝে নিতে হয়...:-

ভালো লাগে লিখতে তাই লিখি..............

হৃদয়ের শুভ্রতায় তুমি পবিত্র মন্দির ভালবেসে আপন করেছ ভিতর-বাহির ব্যস্ত জীবনে সময় কাটে সেই সময়ে থাকেনা মন অস্থির মনেতে শিহরন খুজে তোমায় সারাক্ষন । ঐ আকাশে ঐ সাগরে মন উড়ে কি করে? হৃদয়ে সুখ সুখ ব্যাথা, এ কেমন নেশা? শূন্যতায় তোমায় গড়ি নিবির করে গান করি, হাসি-খেলি নিশি দুপুরে কেন এই বোকামি? কেন এত সব পাগলামি? কেন এত বিভোর হয়ে থাকা? কেন নিজেতে নিজে হারিয়ে যাওয়া? বসে থাকা পাখিগুলো উড়ে গেছে মেঘ ছুঁতে, রঙ্গিন ভেলায় ধরবে স্বপ্ন বুক ভরা পূর্ণতা নিয়ে । শুধু জ্যোস্না ভেজা রাত জেগে রয় আবেগে ভাসমান প্রেম হয়ে । এই সময় তুমুল করে ভালবাসার তীব্র প্রেমের অগ্নি পরীক্ষার, আজ বুঝে নাও অনুভূতির প্রখরতায় এ-মন কতটা ভালো বেসেছে তোমায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।