কাজল কামাল সামু তে লিখব বলে আমি প্রায় পাগল হয়েছিলাম। কত বার খুঁচিয়েছি ---- সামু আমাকে কিছুতেই ভূমিষ্ঠ হতে দিবে না। আমিও নাছোড় আমার বুকের ভিতর হাজার কথার ফুলঝুরি উড়ছে আর মাথা কুটছে ---সামুকে মারো খোঁচা আবার।এবার সামু বাছাধন নরম হল। কিন্তু আমার কথাগুলো কই---/ একটু লিখতে বসলেই সবার কাজের কথা মনে পড়ে যায় --এটা আন ওটা কর এহ কি করলি আবার কর ---ধুস' শালা আমি যে ভবিষ্যতের একজন বিখ্যাত ব--ল--গা--র হব এরা বুঝে না কেন? সামু ভাইজান আর বোনজানিগন আচ্ছালামু আলাইকুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।