আমাদের কথা খুঁজে নিন

   

বিলাল হোসাইন নূরী/ ছড়া যদি কড়া হয়/নিব ৩৪



ছড়া যদি কড়া হয় ছড়া যদি কড়া হয়- জানি ছানাবড়া হয়- শোষকের দৃষ্টি চোখে মুখে ঝরে তার আগুনের বৃষ্টি। ছড়া যদি কড়া হয়- বোমা বোমা চড়া হয়- ভাষা আর ছন্দ ভেঙে ভেঙে গুড়া হয় স্বার্থের দ্বন্দ্ব। ছড়া যদি কড়া হয়- উঁচু স্বরে পড়া হয়- বেজে ওঠে তূর্য জেগে ওঠে নিমেষেই মুক্তির সূর্য। নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৪, মার্চ-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।