শিশুদের জন্য বড়রা অনেক কিছুই করেন। আবার অনেক সময় বড়দের কারণেই শিশুরা ক্ষতিগ্রস্তও হয়। এবার শিশুদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য সচেতনতা সৃষ্টির কাজে নেমেছেন মোহাম্মদ শরিফুল ইসলাম। নরসিংদীর রায়পুরার মামাদির কান্দি গ্রামের এই যুবক ৫৫ দিনে গোটা বাংলাদেশ ঘুরেছেন সাইকেলে চড়ে। গত ২ মার্চ নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী শরিফুলের সাইকেল ভ্রমণ উদ্বোধন করেন।
‘শিশুদের স্বার্থে পরিবেশ বিপর্যয় রোধে এগিয়ে আসুন’ শীর্ষক শ্লোগান নিয়ে শরিফুল সাইকেলে ভ্রমণ করেন দেশের ৬৪টি জেলা। তিনি শনিবার পেঁৗছান কক্সবাজারে। শরিফুল বলেন, ‘এ ভ্রমণে মূলত আমি যখন যেখানে থেমেছি, সেখানেই পরিবেশ রক্ষায় জনসচেতনতার বিষয়ে আলোচনা করেছি। চায়ের স্টল, স্কুল-কলেজ কিংবা শহরের বাজারে যেখানেই থেমেছি, সেখানেই গাছপালা না কাটা, নতুন করে গাছ রোপণ বিষয়ে উদ্বুদ্ধ করেছি কৌতূহলী মানুষকে। একই সঙ্গে ভ্রমণে একেক অঞ্চলে একেক রকম মানুষ, তাঁদের আচার-আচরণ সম্পর্কেও জেনেছি।
’ তিনি দাবি করেন এই ভ্রমণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে পরিবেশ বিপর্যয় রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘দেশকে জানার জন্য ভ্রমণের বিকল্প নেই। ’
রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডের এশীয় শিল্প ও সংস্কৃতি সভার সঙ্গে জড়িত রয়েছেন শরিফুল। এই যুবক ৫৫ দিনে মোট তিন হাজার ৯৭৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তিনি জানান, সাইকেলে গোটা দেশ ভ্রমণে তাঁর খরচ হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা।
নানাভাবে তিনি সহযোগিতা পাওয়ায় স্বল্প খরচেই এ ভ্রমণ সম্ভব হয়েছে বলে জানান। অ্যাডভেঞ্চার ক্লাব ‘ভ্রমণ বাংলাদেশ’-এর সহযোগিতায় শরিফুল সাইকেলে গোটা দেশ ভ্রমণ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।