অনেক আশা নিয়ে হলে গিয়েছিলাম বাংলা ছবি দেখব বলে। ২০০০ সাল এর পর এই প্রথম গেলাম। যাওয়ার আগে অনেক মাকেটিং শুনলাম ছবি সমন্ধে। গেলাম ছবি দেখতে বলাকায়। তিন ঘন্টায় যা দেখলাম আমার কাছে মনে হয়েছে তিন ঘন্টায় ট্রেইলার দেখলাম।
বাচ্চাদের গল্প বলার মত নায়ক একবার মটরসাইকেলে করে একবার স্পিড বোটে করে কোথায় যে যায় তাই বুঝলাম না। আর নায়ক মশাই এর অভিনয় দেখে ত মনে হল যেন রোবট কথা বলছে। তার বাংলা উচ্চারনের যা ছিরি তা নাই বা বললাম। ছবি তে হাবিব আর বাপ্পা এর দুইটা গান ভাল লেগেছে। আইটেম গানটা ও ভাল হয়েছে।
নায়িকা দুই জনের অভিনয় মোটামোটি মানের । তাদের দেখতে তথাকিথত বাংলা সিনেমার নায়িকাদের মত স্বাস্থ্য মন্ত্রী নয়। আর কোথা থেকে যেন এক ইতালিয়ান ধরে নিয়ে এসেছে। কাহিনীর আগা মাথা কিছুই বুঝি নি যে আপনাদের বলব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।