no comment
বেন আফেক ব্যাটম্যান হওয়াতে ম্যাক্সিমাম মানুষ অসন্তুষ্ট । সেটাই স্বাভাবিক । ক্রিশ্চিয়ান বেল ছাড়া ব্যাটম্যান চিন্তা করাই যায় না ।
কিন্তু ..............................
আপনি কী চান বেল এমন এক মুভিতে ব্রুস এর রোল প্লে করুক যেখানে সে তার স্বাভাবিক পরিবেশ পাবে না ? যেখানে ব্রুস এর পাশাপাশি আরো এক সুপারহিরো থাকবে ? যেখানে নোলান থাকবে না ?
নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজি এর আগের ৪ টা মুভি কে কে দেখেছেন ?? সেই মুভিগুলার সাথে নোলানের মুভিগুলার তুলনা করতে যাবেন কেউ ? মনে হয় না । জর্জ ক্লুনি কে ব্রুস ওয়েইন হিসেবে কেমন লেগেছে
প্রশ্নগুলা এমনেই মাথায় এলো ।
নিজেকেও করলাম প্রশ্নগুলা । উত্তর এর কথায় আসছি পরে ।
নোলানের ট্রিলজি শেষ হবার পর চেয়েছিলাম ২০৩০ এর আগে জেনো কোনো ব্যাটম্যান মুভি না দেখি । কারণ , নোলানের এই মুভি ৩ টা অনেক বছর যাবত মনে থাকবে সবার । নতুন কোনো মুভি করে ব্যাটম্যান এর এই ইমেজ নষ্ট করার কোনো দরকার নাই ।
কিন্তু , হায় ...............
বেল কে যে ভাবে দেখেছেন লাস্ট ৩ টা ব্যাটম্যান মুভিতে , নিউ মুভিতে সেভাবে দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা আছে ? না পাওয়ার চান্সই বেশি । ম্যান অব স্টিল যারা দেখেছেন তারাই উত্তর দিতে পারবেন ভালো । নোলান আর জ্যাক এক না । নোলান যেভাবে ব্যাটম্যান এবং বেল কে প্রেজেন্ট করেছেন জ্যাক এর তা পারার চান্সই বেশী । তখন , ব্যাটম্যান ফ্যান হিসেবে আমার খারাপ লাগবে , এটাই নরমাল ।
বেল আমার প্রিয় অভিনেতা । বেল ফ্যান হিসেবেও আমি চাই না , বেল কে যেভাবে দেখে ফ্যান হয়েছি , সেই ধারণা বদলে যাক । আর , বেল নিজেই আর ব্রুস এর রোল প্লে করতে চাচ্ছিলো না ।
সো , ব্যাটম্যান এবং বেল এর অসম্ভব রকমের ভক্ত হয়েই বেন কে শুভকামনা এন্ড হি ইজ এ গুড এক্টর ।
উত্তর জানা নেই আমার ।
শুধু আশা করি , ভালো মুভি পাবো এবং নোলানের ট্রিলজি এবং বেল আজীবন এভাবেই থাকবে আমার মনে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।