চলতি এপ্রিল মাসের শেষ দিকে ওয়েষ্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে প্রত্যাশিত T-20 World Cup 2010 । আমরা বহু প্রত্যাশিত ভাবে অপেক্ষা করছি বাংলাদেশ টিমের ভাল পারফরম্যান্স এর আশায়। সম্প্রতি শেষ হয়ে গেল দুটি টি-টুয়েন্টি টুর্ণামেন্ট। একটি আই.পি.এল ও অপরটি এন.সি.এল। আমরা আইপিএল নিয়ে যতটা মাতামাতি করেছি, এনসিএল নিয়ে তার বিন্দুমাত্রও করিনি।
অথচ এনসিএল ছিল আমাদের নিজেদের টুর্ণামেন্ট। আমরা হয়তো অনেকেই জানিই না এনসিএল এর চ্যাম্পিয়ন দল কোনটি? এটা কি আমাদের নিজেদেরকেই হেয় করা না ! যতই ভাঙ্গাচোরা হোক না কেন তবুও তো আমার নিজ দেশ। অবশ্যই একদিন আমাদের এনসিএলও সাফল্যের মুখ দেখবে। এনসিএল এর আয়োজকদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন উদ্যোগ গ্রহন করার জন্য। এবং এতে আশা রাখছি অবশ্যই এ থেকে আমরা ভাল খেলা এবং খেলোয়াড় পাব।
যা আমাদের দেশের মর্যাদা উচ্চতর করতে সাহায্য করবে।
অবশেষে T-20 World Cup 2010 এ বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।