আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
মেয়ে, একটা অনুরোধ রাখবে আমার?
স্বপ্নগুলো দিলাম একে তোমার দুটো চোখে
কখনো মুছে ফেলো না আমি হারিয়ে গেলে।
কেউ একবার হেসেছিলো বলে আমার মুগ্ধতা লেগেছিলো টানা দুটো মাস। তার পর সে শোনালো গান অজানা সুরের এক হারানো ইতিহাস। সেই গানে হারিয়েছিলাম বোকা এই মন, এখনও পাইনি খুজে, ক্লান্ত আমরন।
সাগরের ঢেউয়ে গুনি আমার অগনিত ভুলগুলি, হিসাবের খাতায় আকিবুকি সহস্র কাটাকুটি!
কেন জানি মনে হয়, এজনমে তুমি হবে না আমার
পরজনম, কোনো জনমেও আমি চাইবো না কিছু আর!
নীল আকাশ তাই মেঘে ঢেকে যায়, বর্ষাবে সব জল অঝোর ধারায়। বসন্ত লেগেছে প্রকৃতির অপরূপ অঙ্গে, নানা রঙ্গে! আমি তবু বসে আছি হ্রদয়ে ক্ষত সাথে, কেন জানি ব্যাথা গুলো সাড়ছে না আজও! নগরীর ভালোবাসা ডাকছে আমায়, রাতের প্রতিটা পাখি নির্ঘুম আনন্দে, তবু আমি এই শাস্তি ভালোবাসি অযত্ন অবহেলায়!
তুমি কি জানো দিকভ্রান্ত হয়ে প্রতিটা রাত
আজও হেটে চলি নিজের থেকে পালিয়ে
নিজেরি দোষ গুলো আজও দংশায় বারে বার
মুক্তি কি পাবো না আর?
তোমাকে চেয়েছি আমি প্রতিটা সকালের সোনালী রোদে, শিউলি ফুল খোপায় বেধে বসবে মোর পাশে।
তোমাকে চেয়েছি আমি প্রতিটা রাতের আধারের নিস্তব্ধ প্রহরে, তুমি শোনাবে সেই গান শুধু আমারি জন্য!
তোমাকে ছুতে চেয়েছি বলে আমি পাড়ি দিয়েছি সহস্র ক্রোশ, কাটিয়েছি কতনা বসন্ত তোমারি মালা জপে।
তুমি কি জানো না আমি তোমর জন্য হয়েছি পাগল, বাতাসের প্রতিটা প্রবাহে আমি বলেছি তোমার নাম, তুমি যেখানেই থাকো তুমি শুনবে আমারি ডাক। তুমি সাড়া দাও কি না দাও, আমি তোমাকে ডেকে যাবো এজনম, পরজনম, শতজনম।
তবু আধারে একে চলি তোমারি অবয়ব
রাস্তার দুপাশে অলিগলি বন প্রান্তর
কোথাও না জানি তুমি আছো লুকিয়ে!
আমি খুজি ফিরি নিজে থেকে পালিয়ে
তুমি তবু সুখে থাকো সহস্র ক্রোশ দূরে!
ধরো এমনো সকালে সূর্য্যোর আলোয় সাগরের ঢেউয়ে জাগে একটা অনুভূতি, কখনো কি ভেবেছো সেটা কি? আমি জানি যেদিন তোমাকে বলেছিলাম আমি ভালোবাসি! তুমি ছিলে অপলক নিশ্চল, ঢোখ দুটো নিথর সৈকতে পড়ে থাকা শামুকের খোলসে। আমি তোমার হতে চলেছি এই স্বপ্নে কেটেছে যে কতটা রাত, কতটা দিন, হারিয়েছি ভাবনা গুলো তোমাকে পাবার আশায়। বছরের প্রথম বৃষ্টিতে ঝরে পড়া প্রতিটা ফোটা শুধু তোমারি জন্যে, তোমাকে ছুবার আশায়, প্রতিটা দিন বর্ষায়। বলতে পারো, জোৎস্না রাতে চাদের আলো অথবা বসন্তের সেই কোকিলের ডাকে আমার ভালো লাগে না, যদি না শুনি তোমার হাসি প্রতিটি দিন, প্রতিটি বেলায়!
তোমাকে তবুও পাইনি আমি, তাই সব সুখ আমি পায়ে ঠেলে পালিয়ে গেলাম অভিশপ্ত স্বর্গ থেকে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।