আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ, জনাব নূরুল কবির, নিউ এইজ।

মিথ্যা সবার কাছেই ঘৃনার হোক

আজ সকালটা আমার জন্য একটু দেরীতেই আসে। অবশ্য হলিডে বলেই এমনটা। ঘুম যেন শেষ হতেই চায় না। তবুও অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই বিচানা ছাড়ি। অবশ্য তখনও ঘড়ির সময় বলতে গেলে সকালই বলতে হবে।

বিচানা হতে উঠেই টিভি টা অন করি। চ্যানেল ওয়ানে একটা অনুষ্ঠান চলছে। বাংলাদেশের গনতন্ত্র নিয়ে আলোচনা চলছিল। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সম্প্রতিক গনতন্ত্র নিয়ে আলোচনা। অবশ্য সমালোচনা চলছিল।

হঠাৎ দর্শক ভক্তের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে জনাব নুরুল কবির ভক্ত শব্দটার সাথে ভিন্ন মত পোষণ করেন। উনার বক্তব্য ছিল, আমরা আমাদের দেশের নেতাদের ভক্ত। তিনি আমাদেরকে ভক্ত না হয়ে বন্ধু হবার পরামর্শ দেন। ভক্তের সাথে অন্ধত্বের একটা সম্পর্ক আছে। বাংলাদেশের গনতন্ত্র নিয়ে সরকার ও বিরোধী দলের ঐক্যমতের ব্যাপারেও একটা বক্তব্য পাওয়া যায়।

'এটা আমাদের কাছে যে কারণে কাংখিত, বিদেশীদের কাছে নে কারণে কাংখিত নয়। সরকার ও বিরোধী দলের ঐক্যমত থাকলে বিদেশী পরাশক্তিগুলো তাদের বিভিন্ন কু মতলব গুলো হাছিল করতে অনেক সুবিধা হবে। তবুও আমরা সরকার ও বিরোধী দলের ঐক্যমত চাই, তা একান্তই দেশের স্বার্থেই হোক। আরো বলেছেন, ইউএসএ র কাজই হলো পৃথিবীর সব দেশেই নাক গলানো। আর এ নাক গলানোতে পৃথিবীর অন্যান্য দেশের মতই বাংলাদেশের কিছু নেতা তেলের যোগান দেন।

এসব নেতাদের চিহ্নিত করার দরকার নেই। একটু সচেতনভাবে চিন্তা করলেই আমরা জানতে পারব, চিনতে পারব এসব নেতাদের। এসব নেতারা যেন সবসময়ই আমাদের কাছেই ঘৃনার যোগ্য হোক। পরিশেষে আবারও জনাব নুরুল কবির কে আমার স্বশ্রদ্ধ সালাম, ধন্যবাদ তো থাকলোই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.