নতুনদেশ ডটকম
অন্টারিওর স্কুলগুলোতে গ্রেড থ্রির শিক্ষার্থীদের পাঠ্যসূচীতে যৌনস্বাস্থ্য শিক্ষা অন্তর্ভূক্ত করা হচ্ছে। আগামী ফল (সেপ্টেম্বর) থেকেই নতুন এই পাঠ্যসূচী চালু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে গ্রেড থ্রির পাঠ্যসূচীতে যৌনবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করায় অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বেশ কয়েকটি সংগঠন এই উদ্যোগের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আগামী ১০ মে তারা একটি প্রতিবাদ সভাও ডেকেছে।
তবে অন্টারিওর প্রিমিয়ার ডেলটন ম্যাকগুইনটি নতুন এই পাঠ্যসূচীকে সমর্থন করেছেন।
জানা গেছে, অন্টারিওর প্রতিটি স্কুলের গ্রেড থ্রির পাঠ্যসূচীতে লিঙ্গ পরিচয় (জেন্ডার আইডেনটিটি) এবং সেক্স অরিয়েন্টেশন পড়ানো হবে। যৌনস্বাস্থ্য শিক্ষাসূচীতে এই প্রথম এই ধরনের বিষয় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে জানা গেছে। গ্রেড ৬ এর পাঠ্যসূচীতে ‘হস্তমৈথুন’ এবং ‘স্বপ্নদোষ’ অর্ন্তর্ভূক্ত করা হয়েছে। গ্রেড ৭ এ পাঠ্যসূচীতে বাচনিক (ওরাল) এবং পায়ুপথে ( এনাল) যৌনকর্ম সম্পর্কে পড়ানো হবে।
কর্তৃপক্ষ দাবি করছেন তারা এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন প্রদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই পাঠ্যসূচী তৈরি করেছেন।
এই উদ্যোগকে সমর্থন জানিয়ে অন্টারিওর প্রিমিয়ার ডেলটন ম্যাকগুইনটি বলেচেন, আট বছর বয়স থেকেই ছেলে মেয়েদের নানা বিষয়ে শিক্ষা লাভ করা উচিৎ। তার মধ্যে লিঙ্গ এবং যৌন বিষয়ক শিক্ষাও থাকা দরকার। তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে ছেলে মেয়েদের হাতের কাছেই এখন নানা ধরনের উন্মুক্ত তথ্য রয়েছে। এই তথ্যগুলো একটি নির্দিষ্ট ভ্যানু থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় ছেলেমেয়েদের কাছে সরবরাহ করতে পারি যেখানে কিছুটা হলেও আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।
আর সেটি করা না গেলে তারা গোপন উৎস থেকে অনিয়ন্ত্রিত তথ্য পাবে এবং সেগুলোই অনুসরণ করার চেষ্টা করবে
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।