সাধারণ মানুষ যার জানার কিছু ইচ্ছা আছে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শতাধিক ফাইল আছে এমন কোনো ফোল্ডার কপি করার কাজটি খুব একটা সহজ নয়। ধরুন ওই ফোল্ডার কপি করার কাজটা অর্ধেক হয়েছে, এমন সময় কোনো একটি ফাইল যদি পড়া না যায় তবে কপি হওয়া বন্ধ হয়ে যায়। কয়েক গিগাবাইট আকারের কোনো ফোল্ডার অর্ধেক কপি হওয়ার পরে প্রয়োজনে সাময়িকভাবে কপির কাজটাও বন্ধ করা যায় না। আবার অনেকগুলো ফাইল কপি করার পর কিছু ফাইলকে কপি করার তালিকা থেকে বাদ দেওয়ারও ব্যবস্থা নেই।
এসব সুবিধা যদি উইন্ডোজের কপি করার সময় পাওয়া যেত, তবে কপি করার সময় বেশ সুবিধা হত।এসব সুবিধার পাশাপাশি কপির গতি, কোন ফাইল কপি হচ্ছে, বা পরে কোন ফাইল কপি হবে ইত্যাদি দেখার সুবিধা দেবে টেরা কপি। টেরা কপি সফটওয়্যারটি http://www.filehippo.com/download_teracopy বা http://www.codesector.com/teracopy.php ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে কম্পিউটারে ইনস্টল কর নিলেই হবে। এর পর থেকে কপি পেস্টের কাজ উইন্ডোজ না করে টেরা কপি করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।