মেরুদন্ডহীন ''মুক্তিযোদ্ধা''দের প্রতি...
তাহলে কি আমিও রাজাকার?
মেরুদন্ডহীন ''মুক্তিযোদ্ধা''দের প্রতি........
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:৪৭
ওয়ালী ইসলাম নিয়ে লেখে, জামায়াত নিয়ে লেখে তাই সে রাজাকার । বাহ!!
তাহলে যারা ওয়ালীর বিপক্ষে কথা বলছেন, নিজেদের ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল বলে দাবী করছেন তারা নিশ্চয় মুক্তিযোদ্ধা?? অন্তত যুক্তির খাতিরে তাই বলা যায় ।
71 এর পর যারা জন্মগ্রহন করেছে তাদেরকে যারা রাজাকার বলছেন তাদের ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই ।
'জামাতীদের শত্র'ু দাবী করছেন, জামায়াতের জন্য দেশ বোমায় ছেয়ে গেছে। আপনার কাছে নিশ্চয় তাহলে প্রমাণ আছে? আপনি আপনার প্রমাণপত্র আদালতে উত্থাপন করছেন না কেন? প্রমাণ ছাড়া কাওকে দুষবেন না ।
আর রাজাকারমুক্ত বাংলাদেশ চান? সেটা তো আর বসে বসে সবাইকে আহবান জানালেই হবে না, কাজে নামতে হবে । এই ব্লগে ম্যালা লোক দেখলাম একবার করে হাঁক ছাড়ে....."রাজাকারমুক্ত ব্লগ চাই, রাজাকারমুক্ত বাংলাদেশ চাই" আর সবাই তাতে দুমাইয়া মন্তব্য করে । আর দুইদিন পর সব শান্ত । এই যদি হয় আপনাদের রাজাকার হঠানো তাহলে তো আমিও দুইদিন পরপর একেকটা ব্লগ খুলে দাবী করতে পারি 'অমুককে না বলুন' ; 'তমুক কে না বলুন '।
আগে ওয়ালীর লেখায় কোথায় ভুল হল, কোন তথ্য মিথ্যা, কোন বানান ভুল এইসব নিয়ে মন্তব্যের পর মন্তব্য করা হত ।
আর এখন তো ওয়ালীকে নিয়ে আস্ত একখান ব্লগ'ই খুলা হয়েছে । আর সেখানে ওয়ালীর পিতার নাম নিয়ে টানা-হেঁচড়া চলছে । তো দাবী করে বসেছেন ওয়ালী, নিজামীর সন্তান । ভাই আপনি কিভাবে জানলেন? আপনার 100% শিওর দেখে মনে হয় নিজামী আপনারে আইসা বলে গেছে ওয়ালী তার সন্তান। তা মুক্তিযোদ্ধা হয়ে রাজাকারদের সাথে কিসের এত খাতির তা কি জানতে পারি?
ভাই/বোন , ওয়ালী রাজাকারের সন্তান, নিজেও একজন রাজাকার ( আপনাদের মতে ) সে তার পরিচয় গোপন রাখে নাই ।
আর আপনি ? চটাং চটাং কথা বলেন অথচ পরিচয় গোপন রাখেন । কেন, রাজাকারদের ডরান বুঝি?
তাহলে কি আমিও রাজাকার?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৪৬
ব্লগ এখন দুইভাগে বিভক্ত । রাজাকার আর মুক্তিযোদ্ধা ।
রাজাকারের সন্তান হলে সে যদি রাজাকার হয়, তাহলে মুক্তিযোদ্ধার সন্তান তো অবশ্যই মুক্তিযোদ্ধা? কিন্তু এখন শুনছি, জামাতকে সাপোর্ট দিলেই রাজাকার হয়ে যায়, সে মুক্তিযোদ্ধার সন্তান হলেও । আবু নাবিল মুক্তিযোদ্ধার সন্তান হয়েও অপবাক এর কাছে কুলাঙ্গার উপাধী পেয়েছেন ।
এরপর আবু নাবিল যখন প্রশ্ন রাখলেন -তার বাবাও জামাতের রুকন, সুতরাং তিনিও কুলাঙ্গার কিনা? অতঃপর প্রশ্নের উত্তর দিতে না পেরে অপবাকের লেজগুটিয়ে পলায়ন ।
আমার বাবা আর দুই চাচা মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু তারপরেও আমরা রাজাকার, কুলাঙ্গার (আপনাদের মত মেরুদন্ডহীন 'মুক্তিযোদ্ধা'দের মতে )কারন আমরা যে জামাতকে সাপোর্ট করি, আওয়ামীকে নয় । (ব্লগে এরশাদের জাউড়া পোলাডার লগে কথায় মিল থাকলেও তা কিন্তু কাকতালীয় )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।