এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই;
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতাটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ...................
আমি বাংলায় ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার দৃপ্ত শ্লোগান, ক্ষীপ্ত তীর ধনুক
আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ...................
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
..............................................................................
এই বাংলাকে নিয়ে ব্যবসা আর হতে দেয়া যায় না। অভ্রের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। কারণ, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। আমি অভ্রের হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসতে চাই। অভ্রে আমি এখন থেকে লিখতে চাই আমার দৃপ্ত শ্লোগান, শাণিত করতে চাই আমার ক্ষীপ্ত তীর ধনুক, বাঁধতে চাই আরও অনেক বাংলার সুর। আমি তাই, আজ থেকে-
আমি অভ্রয় কথা কই
আমি অভ্রের কথা কই........
অভ্র আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক।
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি অভ্রের মুখ।
অভ্র, তোমাকে ভালবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।