আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় বনাম অভ্রঃ কোনটা তুলনামূলক উত্তম বাংলা টাইপিং সফট্ওয়ার



আমার লেখা এটাই হচ্ছে প্রথম বাংলা পোস্ট। আমি বাংলা টাইপিং এ খুব একটা সুবিধার নই। বাংলা টাইপ করতে আমি সবসময় ভয় পেতাম। বিজয় কীয়বোর্ড লে-আউট আমার কাছে অনেক কঠিন মনে হত। কিন্তু এখন "অভ্র" বব্যহার এর পর থেকে আমি খুব সহজেই বাংলা টাইপিং করতে পারছি, এত সহজে করতে পারছি যে যারা বব্যহার করেননি তারা কল্পনাই করতে পারবেন না।

কেন "অভ্র" উত্তমঃ ১। ফনেটিক ( ইংলিশ থেকে বাংলা)ঃ বিজয় দিয়ে লিখা অসুবিধাজনক হতো কারন বিজয় কীয়বোর্ড লে-আউট একটু কেমন যেন। কিন্তু "অভ্র" তে আছে ফনেটিক, মানে আপনি যদি ইংলিশ এ লিখেন "ami bangla valobashi" তা হবে "আমি বাংলা ভালবাসি"। সহজ নয়? এছারা "অভ্র" এ avro easy, jatio, unijoy, bornona ও আছে। ২।

ক্লিক এ্যান্ড টাইপঃ যাদের কাছে ফনেটিক ও সহজ মনে হচ্ছেনা তারা মাউস ক্লিক করে করে লিখতে পারেন। ৩। এটা Unicode Support করে বিধায় অন-লাইন সব জায়গায় লিখা যায়। ৪। অভ্র Portable Version আছে, তাই যে কোন জায়গায় যে কোন কম্পিউটার-এ বব্যহার করা যায়।

৫। এটা Open Source তাই নিশ্চিন্তায় বব্যহার করা যায়। ৬। যে কোন ফাইল, ফোল্ডার এর নাম বাংলায় লিখা যায়। ৭।

অমিক্রন ল্যাব এর এই বাংলা টাইপিং সফট্ওয়ার একদম ফ্রী। ৮। অল ইন অল। অন্যদিকে বিজয় এ বলার মত তেমন কিছু নেই এবং সফট্ওয়ার টা ফ্রী নয় বরং ৫০ টাকা দিয়ে কিনতে হয়। আপনারা যারা অভ্র বব্যহার করতে চান তারা নিম্নের লিঙ্ক থেকে চাইলেই ডাউনলোড করতে পারেনঃ Avro Full Version Avro Portable Version


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.